আমার স্বপ্ন, আমার ভালবাসা... আমার নিঃস্বাস, আমার বিশ্বাস... আমার ঠিকানা..
Monday, February 21, 2011
ইলোকো বিচ, ল্যাগস, নাইজেরিয়া
আটলান্টিক মহাসাগড়ের পাঁড়ে নাইজেরিয়া। আর ল্যাগস এই নাইজেরিয়ার পোর্টসিটি। উত্তাল আটলান্টিকের ঢেউ এসে আছঁড়ে পড়ে এই ল্যাগসের পাঁড়ে।
সপ্তাহের পুরোটা সময় কাজের চাপের পরে ছুটির দিন গুলোতে বেড়ানোর জন্য এইখানে আছে অনেক সুন্দর সুন্দর কিছু সি-বিচ। আজ আপনাদের বেড়াতে নিয়ে যাবো ইলোকো বিচ এ।
ল্যাগসের, লেকি স্টেট থেকে ৪৫ মিনিট ড্রাইভ করে পৌঁছানো যাবে ইলোকো বিচে। এখানে বিশ্রাম নেবার জন্য সাগড় পাড়ে অনেক ছোট বড় ঘড় আছে যা বিভিন্ন দামে ভাড়ায় পাওয়া যায়।
লোকাল হকারের কাছ থেকে পাবেন অনেক কাঠের, ধাতুর তৈরি জিনিস। কেনার সময় অব্যশই ভালোভাবে দামাদামি করতে হবে।
সাগড়ে নামার সময় একটু সাবধানে থাকা ভালো। অচেনা সাগড়, অচেনা তার রুপ। পানি খুবই স্বচ্ছ। কিন্তু প্রচন্ড শক্তিশালী আর অনেক উঁচু উঁচু ঢেউ।
সাগড়ে গোসল শেষে সাথে আনা খাবার খেতে খেতে, আড্ডা আর বিশ্রাম নিয়ে কেটে যাবে বেশ খানিকটা সময়। গোধুলীর সময় আগুন ঝরাতে ঝরাতে সুর্য আস্তমিত।
এখন সময় ঘরে ফিরার।
ইলোকো বিচের কো-অর্ডিনেটঃ 6°26'19.97"N 3°51'12.38"E
Labels:
Eleko Beach,
Lagos,
Lekki,
Nigeria,
ইলোকো বিচ,
নাইজেরিয়া,
ল্যাগস
Subscribe to:
Post Comments (Atom)
























No comments:
Post a Comment